ভারতীয় জনতা পার্টির আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়।


IIW: আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত হলেন লক্ষী বর্মন ও জয়দল হোসেন। আমাদের প্রতিনিধি জানান, ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জেলার জেলা কমিটির সদস্য জয়দল হোসেন এবং সোনামুড়া মণ্ডল কমিটির সদস্য শ্রীমতি লক্ষ্মী বর্মন কে পার্টি বিরোধী কার্যকলাপের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। পার্টি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এই বহিষ্কারপত্রে স্বাক্ষর করেছেন। জয়দল হোসেন ও লক্ষী বর্মনের ইদানীংকালের বেশ কিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। পার্টির আদর্শ এবং শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের দল থেকে বের করে দেওয়া হয়। এর আগেও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল তখন বহুবার তাদের সতর্ক করা হয়। কিন্তু ক্রমাগত পার্টির আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ তারা করতে থাকেন। এ অবস্থায় যাবতীয় বিষয় বিচার-বিবেচনা বিশ্লেষণ করে পার্টির রাজ্য নেতৃত্ব উভয়কে ছয় বছরের জন্য পার্টির সমস্ত দায়-দায়িত্ব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন।

Post a Comment

0 Comments