পানিসাগর এলাকায় বারো চাকার গাড়ি থেকে আবারো একশ নব্বই কেজি গাঁজা উদ্ধার।


IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আবারো বড় সাফল্যের মুখ দেখলো পানিসাগর থানা। গত দশ ডিসেম্বর রাত্রি আনুমানিক সাত ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার ওসি বিভাস রঞ্জন দাস এবং সাব ইন্সপেক্টর রঞ্জিত দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী উৎপেতে আসাম আগরতলা জাতীয় সড়কে বসেছিল। পানিসাগর সংলগ্ন এলাকা থেকে ইউপি ৭৮ ডিএন ৭৫০৯ নম্বরের বারো চাকার গাড়ি থেকে একশ নব্বই কেজি গাঁজা উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ। মোট বিয়াল্লিশটি প্যাকেট গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজা সমেত গাড়ির মালিক বাবলু জসওয়াল বয়স চল্লিশ, পিতা জগন্নাথ জসওয়াল বাড়ি উত্তরপ্রদেশের কানপুর এবং অভিষেক মিশ্র বয়স আঠাশ, পিতা প্রেম নারায়ণ মিশ্র, পেশায় গাড়িচালক, বাড়ি উত্তর প্রদেশ কানপুর মালিক ও চালক কে পুলিশ গ্রেপ্তার করে। ওরা জানায় গাঁজা গুলো আগরতলা থেকে কোচবিহার নিয়ে যাওয়া হচ্ছিল। ভাড়া বাবদ এক লক্ষ তিরিশ হাজার টাকা ধার্য করে নিয়ে যাচ্ছিলো। এই মরমে পানিসাগর থানায় একটি এনডিপিএস অ্যাক্টে মামলা ও নথিভূক্ত হয়। যার কেস নাম্বার ৬৪/২০১৮।

Post a Comment

0 Comments