IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- বারো ঘন্টার জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করল আইএনপিটি। সিটিজেনশীপ এমেন্ডমেন্ট বিল ২০১৬ যাতে প্রসেসিং করা না হয়, এই দাবিতে আজ আইএনপিটি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে বসে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পার্লামেন্ট অধিবেশন। এই পার্লামেন্ট অধিবেশন চলাকালীন যাতে 'সিটিজেনশীপ এমেন্ডমেন্ট বিল ২০১৬' অধিবেশনে উত্থাপন করা না হয়, যাতে এই বিল নিয়ে কোন আলোচনা করা না হয়, এই বিল যাতে বাতিল করা হয় সেই দাবিতে আজ সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত  জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে। যদি কেন্দ্রীয় সরকার তাদের এই দাবি না মানে তাহলে আগামী দিনে ত্রিপুরার বিভিন্ন জায়গায় আইএনপিটি কর্মীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানালেন আইএনপিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় রাঙ্খল। এই পথ অবরোধ অভিযানে ত্রিপুরার হাইওয়ের সাতটি জায়গায় আইএনপিটি কর্মীরা পথ বন্ধ করে বসে আছে এবং তারা জানিয়েছে সারাদিন এই অবরোধ থাকবে। এর মধ্যে সবচেয়ে বড় ব্রিগেড নিয়ে বসেছেন আইএনপিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় রাঙ্খল আমবাসার নাইলাফাতে। সেইসঙ্গে সেখানে উপস্থিত আছেন আইএনপিটি কেন্দ্রীয় কমিটির এজিএস রতিশ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য দম্ভাজয় রিয়াং। আজ সকাল এগারোটার সময় ধলাই জেলার এসডিএম বিকাশ সিং অবরোধ স্থানে এসে কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় রাঙ্খলের সঙ্গে কথা বলে গেছেন। কামতিং এলাকাতে রেললাইন অবরোধ স্থানে উপস্থিত আছেন আইএনপিটি কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি জগদিশ দেববর্মা। সেইসঙ্গে উপস্থিত আছেন সেখানে প্রচুর সংখ্যক দলীয় কর্মী। হেজামারা, শিমলা, খোয়াইতে কেন্দ্রীয় কমিটির এজিএস রবীন্দ্র দেববর্মা উপস্থিত আছেন। উনার সঙ্গে ও প্রচুর সংখ্যক কর্মী আছেন বলে জানা যায়। অবরোধকারীরা জানান, আনুমানিক প্রায় পনেরো হাজার আইএনপিটি কর্মীরা সাতটি অবরোধ স্থলে উপস্থিত আছেন।