IIW :- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নির্মল জৈন। ধর্মনগর অফিসটিলা স্থিত নিজের দোকানের সামনেই চাল ভর্তি লরির চাকার নিচে পড়ে যান তিনি। মাত্র সাতচল্লিশ বছর বয়সে প্রান হারাতে হল তাকে। নির্মল জৈনের অকাল মৃত্যুতে ধর্মনগরে শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments