কৈলাসহর পুর পরিষদের উপ নির্বাচনের প্রচারে আজ কৈলাসহর এলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।


IIW: দেবাশীষ দত্ত,নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর পুর পরিষদের উপ-নির্বাচনের প্রচারে রবিবার দুপুরে কৈলাসহরে আসেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। পুর পরিষদের মোট পনেরটি আসনের মধ্যে ছয়টি আসনে উপনির্বাচন হবে। বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে শহরের কাঁচর ঘাট এলাকায় স্কুল মাঠে প্রকাশ্য সভায় যীষ্ণু দেববর্মা বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নিতিশ দে, ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিধায়ক ভগবান দাস, কৈলাশহর মন্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দেব, রাজ্য কমিটির সদস্য বিমল কর সহ আরো অনেকে। শহরের কাঁচরঘাট এলাকাটি পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ড। এই তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেন শ্রীমতি কলি চক্রবর্তী।

Post a Comment

0 Comments