IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা রাজ্যে আরো ৩৪ টি পেট্রোল পাম্প হতে যাচ্ছে। এর মধ্যে একুশটি হবে গ্রামীণ এলাকায় আর তেরোটি হবে হাইওয়ে ও শহর এলাকায়। ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ এবং ২১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কেউ রাজ্যের নাগরিক এই পেট্রোল পাম্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। রবিবার দুপুরে কৈলাসহর প্রেসক্লাবে ইন্ডিয়ান অয়েল এর উত্তর জোনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমীত ধর এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। প্রমীত ধর আরো বলেন যে, আগরতলায় সেকেরকোটে ৮৩ একর জায়গার উপর ইন্ডিয়ান অয়েল মেগা টার্মিনাল ( ডিপো ) তৈরি করবে। এজন্য ইন্ডিয়ান অয়েল রাজ্য সরকারকে জায়গার মূল্য বাবদ ইতিমধ্যেই ৭৩.৫ কোটি টাকা দিয়ে দিয়েছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। এই মেগা টার্মিনালে ৩৮ হাজার কিলো লিটার তেল সবসময় মজুদ থাকবে। এর ফলে ত্রিপুরা রাজ্যের চাহিদা অনুযায়ী প্রায় ৫২ দিন তা চলবে। প্রমীত বাবু আরো বলেন যে, ত্রিপুরাতে বর্তমানে প্রতিদিন প্রায় ৭০০ কিলো লিটার তেল ব্যবহার হচ্ছে। বর্তমানে ৬১ টি পাম্প ত্রিপুরাতে রয়েছে। নতুন পাম্পের আবেদনের বিষয়ে আরো বিশদ জানতে ইন্ডিয়ান অয়েল এর ৯৮৫৬৮১৪৮১৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য প্রমীত বাবু জানান।
0 Comments