গত ছয় ডিসেম্বর মায়ের পায়ে অঞ্জলি দিলেন কাঞ্চনপুর আরক্ষা দপ্তরের কর্মীরা।


IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- গত ছয় ডিসেম্বর রাত বারোটায় মায়ের পায়ে অঞ্জলি দিলেন কাঞ্চনপুর পুলিশ স্টেশনের কর্মীরা। গত ছয় ডিসেম্বর কাঞ্চনপুর থানাতে ছিল তাদের বাৎসরিক কালী পূজা। এই পূজাকে ঘিরে অত্র এলাকায় যেন ছিল উৎসবের মেজাজ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনন্য এক বাতাবরণ তৈরি হয়েছিল সেই রাতে কাঞ্চনপুর পুলিশ স্টেশনে। সেই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত দেবনাথ (এম ডি সি), সমাজসেবী সত্যেন্দ্র নাথ ও গৌতম রায়,  কাঞ্চনপুরের এসডিএম অভেদানন্দ বৈদ্য। উপস্থিত ছিলেন তের নম্বর ব্যাটেলিয়নের টিএসআর কমান্ডেন্ট সঞ্জয় রায় এবং কাঞ্চনপুর পুলিশ স্টেশনের ওসি জয়ন্ত দাস ও বাজার কমিটির সেক্রেটারি মোহন নাথ। পুজো শেষে পরদিন সকাল ছয়টা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। কাঞ্চনপুর থানার এই আয়োজনের প্রশংসা করেছেন অনুষ্ঠানে আগত সকল অতিথিরা।

Post a Comment

0 Comments