সাবোয়াল, কনপই ও আনন্দবাজারে তিনটি সভা করলেন মন্ত্রী এনসি দেববর্মা, কথা বললেন সাধারণ মানুষের সাথে।


IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- সম্প্রতি মন্ত্রী এন সি দেববর্মা ঘুরে গেলেন সাবোয়াল, কনপই ও আনন্দবাজার। এই তিন জায়গায় তিনটি জনসভা করেন তিনি। প্রথম সভাটি হয় সাত তারিখ বিকেল তিনটেয় কনপই। সাত তারিখ বিকেল পাঁচটেয় সাবোয়ালে হয় দ্বিতীয় জনসভা। আট ডিসেম্বর সকাল সাত ঘটিকায় কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সাংবাদিকদের নিয়ে কাঞ্চনপুর ডাকবাংলায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এন সি দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা, উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমএলএ প্রেম কুমার রিয়াং। কাঞ্চনপুর ডাকবাংলোয় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এন সি দেববর্মা জানান, সাবোয়াল ও কনপই তিনি ঘুরে বেরিয়েছেন। সেখানকার মানুষদের সঙ্গে তিনি কথা বলেছেন, সাধারন মানুষদের সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। সমস্যা বিশেষ করে জলের, রাস্তার ও স্বাস্থ্য ব্যবস্থার। এছাড়া অন্যান্য সমস্যা রয়েছে, যেগুলি জম্পুই এর সাধারণ জনজীবনকে ধ্বংস করছে। সাবু আল ভিলেজ কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি সনদ মন্ত্রী এন সি দেববর্মার হাতে তুলে দেন সাধারণ জনগণ। এর মধ্যে পিএইচসি এর কথা বিশেষভাবে উল্লেখ করা আছে। গত বাম শাসনে প্রায় কোটি টাকা ব্যয় করে এখানে একটি পিএইচসি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি, এমনকি একজন ডাক্তার ও নার্স কেউ এখানে নেই। দাবি সনদটি হাতে নিয়ে মন্ত্রী এন সি দেববর্মা তাদের আশ্বাস দিয়েছেন, তিনি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি যাতে এ সমস্যাগুলির সমাধান করা যায়। তিনি জানান, এই সফরসূচির শেষ সভাটি তিনি করবেন আট ডিসেম্বর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আনন্দবাজারে। এবং সেখানকার লোকজনদের সঙ্গে তিনি কথা বলবেন তাদের সমস্যা নিয়ে।

Post a Comment

0 Comments