মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় ধর্মনগর কলেজ রোডের এক বাসিন্দা


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আবারো ধর্মনগরে ঘটলো এক মর্মান্তিক বাইক দুর্ঘটনা । বর্তমানে বাইক আরোহীর অবস্থা সংকটজনক। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা মৃত্যুঞ্জয় চক্রবর্তী বাইক নিয়ে ধর্মনগর গঙ্গানগর স্থিত নিজ ধূপকাঠির সলার কারখানার উদ্দেশ্যে রওনা দেন। বাইক নিয়ে কামেশ্বর পঞ্চায়েত অফিস পেরিয়ে একটু এগোলেই অপর দিক থেকে আসা একটি টি আর ০৫ ২৩৪৩ নম্বরের পিয়াগো অটোর সাথে সরাসরি ধাক্কা লাগে তার। এতে মৃত্যুঞ্জয় চক্রবর্তী গুরুতর আহত হন। বর্তমানে তাকে ধর্মনগরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক। পুলিশ পিয়াগো অটোটি উদ্ধার করেছে। কিন্তু অটোচালক পলাতক।

Post a Comment

0 Comments