IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হয়ে যায় বিজেপি পার্টি অফিস, বসত বাড়ি সহ কয়েকটি দোকান। ঘটনা ধলাই জেলার অন্তর্গত ছৈলেংটা মহকুমার ছামনু বাজারে। আমাদের সংবাদ প্রতিনিধি জানান, গতকাল রাত প্রায় আনুমানিক তিনটে নাগাদ ছামনু বাজারের বিজেপি পার্টি অফিস সহ বেশ কয়েকটি বসতঘর ও দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। সন্দেহ করা হচ্ছে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারীদের কাজ। জায়গার মালিক প্রশান্ত বড়ুয়া উনার জায়গাতে বিজেপি পার্টি অফিস সহ সর্বমোট ছয় টি ঘর ভাড়া দেন। প্রায় এগার লক্ষ টাকা খরচা করে এই ঘরগুলি তিনি বানিয়েছিলেন ভাড়া দেওয়ার জন্য। এখানে বিজেপি পার্টি অফিস, মিষ্টির দোকান, খোলা মালের দোকান এমন কি ছামনু হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক সহ স্কুলের অপর এক শিক্ষক ভাড়া ঘরে থাকতেন। সব মিলিয়ে এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করেও ৩৫ লক্ষ টাকা হবে বলে জানাগেছে। এই ঘর গুলিতে বসতকারী লোকেদের বক্তব্য অনুযায়ী রাত আনুমানিক দুটো আড়াইটে নাগাদ ওরা নাকি বাইরে কাদের কথা বলার ও হাটাচলার শব্দ পেয়েছেন। এই বিষয় থেকেই সন্দেহ করা হচ্ছে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারীদের কাজ। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘর থেকে কোন কিছুই উদ্ধার করা যায়নি। শুধু নিজেরা কোনভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন।
0 Comments