শৈব তীর্থ ঊনকোটি পরিদর্শনে হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারোল


IIW : কৈলাসহর প্রতিনিধি, দেবাশীষ দত্ত :- ত্রিপুরার হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারোল রবিবার সকাল ৮ ঘটিকায় শৈব তীর্থ ঊনকোটি পরিদর্শন করেন। ঊনকোটি পরিদর্শনের সময় উনার সাথে ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র, ঊনকোটি জেলার জেলা জর্জ পংকজ দত্ত, ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান, ঊনকোটি জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং এবং ত্রিপুরার হাইকোর্টের অন্যান্য বিচারপতি সহ জেলার অন্যান্য আধিকারিকরা। প্রধান বিচারপতি প্রায় ৩০ মিনিট সময় কাটান ঊনকোটি দেখতে । মিডিয়ার প্রতিনিধিদের সামনে প্রধান বিচারপতি প্রকাশ্যে কিছু না বললেও এইটুকু বলেন যে উনি ঊনকোটির অনেক গল্প শুনেছেন আজ ই তিনি প্রথম ঊনকোটি দেখতে এসেছেন। তবে তিনি ঊনকোটি দেখে অভিভূত হয়ে যান। প্রধান বিচারপতি ত্রিপুরার হাইকোর্ট এ কাজে যোগ দেওয়ার পর এই প্রথম ঊনকোটি জেলাতে আসেন। প্রধান বিচারপতি গতকাল শনিবার বিকেলে কৈলাসহরে এসে কৈলাসহরের সবগুলি আদালত পরিদর্শন করে কৈলাসহর সার্কিট হাউসে রাত্রি যাপন করে আজ সকালে ঊনকোটি পরিদর্শন করে উত্তর জেলার ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেন।

Post a Comment

0 Comments