IIW:দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাওরা গ্রামের শিক্ষিত বিএ পাস সংখ্যালঘু মেয়েকে দিনের বেলা প্রকাশ্যে জোর করে গ্রামেরই মজিদ খানের ছেলে ওয়াহিদ খান ওরফে আকিদ খান অপহরণ করেছিল গত দোসরা নভেম্বর। যদিও পরবর্তী সময়ে মেয়েকে নিয়ে ওয়াহিদ তার নিকট আত্মীয়ের বাড়িতে কৈলাশহরের সমরুরপাড় এলাকায় যাবার পর স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গিয়েছিল। ঘটনাস্থল থেকে ওয়াহিদ পালিয়ে বাঁচে। এই ঘটনাটি নিয়ে ৫ নভেম্বর সংবাদ পরিবেশন হয়েছিল আমাদের সংবাদ মাধ্যমে। ইরানি থানার মামলাও হয়েছিল। প্রায় এক মাস পর ওয়াহিদ খান ইরানি থানায় আত্মসমর্পণ করে। ওয়াহিদের সঙ্গে গাড়ির চালক জামিল আহমেদ খান ও আত্মসমর্পণ করে। মেয়েকে অপহরণ করে যে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, ওয়াহিদ সেই গাড়িটি ও পুলিশের কাছে তুলে দেয় টি আর ০২সি০৬৩৫ নাম্বারের গাড়িটি বর্তমানে ইরানি থানায় রয়েছে। ইরানি থানার ওসি শক্তি সাধন জমাতিয়া জানান, ওয়াহিদ এবং জামিল থানাতে আত্মসমর্পণ করার পর দুজনকেই কৈলাসহর সিজেএম কোর্টে তোলা হলে, কোর্ট ওয়াহিদ কে সাত দিনের জন্য জেলে পাঠান। আর গাড়ির চালক জামিল অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, ( জামিলের বয়স ১৬ ) জামিল জামিনে মুক্তি পায়। ওসি আরো জানান যে, পুলিশি জিজ্ঞাসাবাদে ওয়াহিদ অপহরণের সমস্ত ঘটনা নিজের মুখে স্বীকার করে। ওয়াহিদ এলাকায় এর আগেও বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিল। তাছাড়া ওয়াহিদ ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বিভিন্ন কাজে জড়িত।
0 Comments