IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল সকাল ১০ ঘটিকায় পানিসাগর বিএসএফ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় ৫৩ তম "রাইজিং ডে" তৎসঙ্গে অনুষ্ঠিত হয় সারেন্ডার প্রোগ্রাম। উক্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে শুভ সূচনা করেন ডিআইজি এসএইচ সিন্ধু কুমার। অনুষ্ঠানকে কেন্দ্র করে এন এল এফ টি বিশ্ব মোহন গুষ্টির এসএস লেন্স কর্পোরাল খোয়াই ডিস্ট্রিক্টের প্রমোদনগর রাবার বাগান এলাকার সুজিত দেববর্মা ওরফে স্যামসাক ওরফে সুজিত (৩৯) পিতা মনিরাম দেববর্মা এর সাথে তার স্ত্রী শ্রীমতি মনটাই দেববর্মা এবং তিন বছরের ছেলে একেল দেববর্মা দুই মাসের কন্যা সন্তান অন্তরা দেববর্মাকে নিয়ে সারেন্ডার করে। জানা যায় যে, হেডকোয়ার্টার বিএসএফ পানিসাগর এসআই বিআর দেববর্মার নেতৃত্বে ঐ বৈরীরা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী সুজিত জানায় যে, বিগত ২০০৩ ইংরেজি তে সে বিশ্ব মোহন গোষ্ঠীতে যোগদান করে ও পড়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের শিলাছড়িতে প্রশিক্ষণ নিয়ে ওইখানেই থাকত এবং ত্রিপুরাতে নাশকতার কাজ করত। তবে বৈরী জীবন থেকে স্বাভাবিক জীবনে আসলেও কোনো অস্ত্রশস্ত্র সে সঙ্গে নিয়ে আসতে পারেনি। কারণ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে নিজেকে ও তার পরিবারকে নিয়ে আসতে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে।
0 Comments