বুদ্ধ সন্ন্যাসী সেজে প্রতারণা, গণধোলাই খেলো পেচারতল এলাকায়।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- নকল বুদ্ধ সন্ন্যাসী সেজে প্রতারণার পাশাপাশি মেয়েদের অশ্লীল প্রস্তাব পাঠানোর ঘটনার জেরে জনতার হাতে গণধোলাই খেলো ভন্ড দুই সাধু। এরা মহারাষ্ট্র থেকে বুদ্ধ ধর্ম প্রচারে নাকি ত্রিপুরা এসেছে। দাতব্য চিকিৎসালয় করার নামে তারা লোকজনের কাছ থেকে প্রতারণা করে চাঁদা তুলছে, বৌদ্ধ ধর্মের লোকজন দের বক্তব্য কোন বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুরা চাঁদা তুলেন না। পেচারতল ডেপাছড়ার এক যুবতীকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ায় জনতা হাতেনাতে ধরে এদের গনধোলাই দেয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে পেচারতল থানায় একটি মামলাও হয়েছে। এই নকল ২ বুদ্ধ সন্ন্যাসীর মধ্যে একজন আবার নিউ অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির সদস্য।

Post a Comment

0 Comments