দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেল, কৈলাসহর মহিলা থানা স্থায়ী ঠিকানা পেল আজ।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন বাস্তবে রূপ পেল আজ। কৈলাসহরের মহিলা থানার স্থায়ী কোন ঠিকানা কিংবা দালানবাড়ি এতদিন ছিলনা। কৈলাসহরের ট্রাফিক ভবনের ঘরেই এতদিন মহিলা থানার কাজ চলছিল। আজকে মহিলা থানার নতুন দালান বাড়ির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার লাকি চৌহান। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব, মহিলা থানার ওসি শিউলি দাস, কৈলাসহর থানার ওসি সৌগত চাকমা সহ আরো অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে এসপি লাকি চৌহান বলেন, সমাজে মহিলারা বিনা দ্বিধায় যাতে পুলিশের সঙ্গে মতবিনিময় করতে পারে তার জন্য মহিলা থানার গুরুত্ব অপরিসীম। একজন সাধারন মহিলা, পুরুষ পুলিশের সঙ্গে কথা বলতে যতোটুকু স্বাচ্ছন্দ্যবোধ করে তার থেকেও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে মহিলা পুলিশের সঙ্গে কথা বলতে। তাছাড়াও এসপি বক্তব্য রাখতে গিয়ে মহিলা থানার ওসি শিউলি দাসের ভূয়শী প্রশংসা করে বলেন যে, গত সাড়ে তিন বছর ধরে শিউলি দাস কৈলাসহর মহিলা থানা কে পারদর্শিতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং একজন দক্ষ সৎ মহিলা পুলিশ অফিসারের পরিচয় দিয়েছেন। উল্লেখ্য ২০১৪ সাল থেকে কৈলাসহর মহিলা থানার কাজ শুরু হয়েছিল অস্থায়ী বিল্ডিংয়ে। কৈলাসহর মহিলা থানার প্রথম ওসি ছিলেন দীপাঞ্জনা সিনহা এবং এর পর থেকে আজ অব্দি ওসির দায়িত্ব পালন করছেন শিউলি দাস। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় বিগত দিনে কৈলাসহর মহিলা থানা সংবাদ শিরোনামে ও এসেছিল।

Post a Comment

0 Comments