IIW : দেবাশীষ দত্ত ,নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- পুর পরিষদের উপ নির্বাচনের ভোট প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটারদের প্রাভাবিত করছেন কৈলাশহর ৫ নং ওয়ার্ডের সি পি আই এম প্রাথী মুক্তা দাস। এমন ই অভিযোগ এনে সিপিআই(এম) মহাকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ সিপিআইএম প্রার্থী মুক্তা দাস কে ভোট প্রচার কালে বিজেপি কর্মীসমর্থকরা আটক করল। ফলে সিপিআই(এম)- বিজেপি উভয় দলের কর্মী-সমর্থকদের তর্কবিতর্কে উত্তপ্ত হয়ে উঠল কৈলাশহরের পুরপরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাজিরগাঁও এলাকা। উভয় দলের তর্ক বিতর্ক রনক্ষেত্রে রূপ নেওয়ার আগে কৈলাশহর থানার এস আই চৈতন্য রিয়াং বিশাল টিএসআর বাহিনী নিয়ে পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে সিপিআইএম প্রার্থী মুক্তা দাস ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশা দেবকে সি পি আই (এম) সমর্থন করার জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার প্রলোভন দিয়েছে। এই বিষয়টি আশা দেব বিজেপি কর্মী সমর্থকদের জানালে। তারা এসে সিপিআইএম প্রার্থী মুক্তা দাস কে ঘেরাও করে। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছলে আশা দেব এই বিষয় পুলিশকে জানালে ঘটনাটি নির্বাচনে নির্দিষ্ট এলাকার আরও কে জানানোর আশ্বাস দেন। পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি থেকে সম্পাদক বিশ্বরূপ গোস্বামী ও প্রার্থী মুক্তা দাস সহ দলীয় কর্মীদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নিরাপদে নিয়ে আসেন।
অভিযোগের ভিত্তিতে পাল্টা অভিযোগ এনে সিপিআইএম প্রার্থী মুক্তা দাস বলেছেন, সদ্য পাঁচ রাজ্যে বিজেপির পরাজয়ের ভয় এখানেও বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া করে বেড়াচ্ছে। তাই বিজেপি পরজয়ের ভয়ে সিপিআই(এম) প্রার্থী দের প্রচার করতে দিচ্ছে না।
বৃহস্পতিবার বিজেপি কর্মী সমর্থক রা মুক্তা দাসের প্রার্থী পদ বাতিল করতে কৈলাশহরের মহকুমা প্রশাসকের কাছে মিলিত হয়ে আর্জি জানিয়েছেন। এই বিষয় নিয়ে দুপুরে সি পি আই এম মহকুমা কমিটির অফিসে বিশ্বরূপ গোস্বামী একটি সাংবাদিক সম্মেলন করে বলেন ৫ নং ওয়ার্ডে পরাজয় নিশ্চিত তাই বিজেপি মিথ্যা প্রচার করছে। তার ফলশ্রুতি বিজেপি আজকের এই ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার বিজেপি কর্মী সমর্থক রা মুক্তা দাসের প্রার্থী পদ বাতিল করতে কৈলাশহরের মহকুমা প্রশাসকের কাছে মিলিত হয়ে আর্জি জানিয়েছেন। এই বিষয় নিয়ে দুপুরে সি পি আই এম মহকুমা কমিটির অফিসে বিশ্বরূপ গোস্বামী একটি সাংবাদিক সম্মেলন করে বলেন ৫ নং ওয়ার্ডে পরাজয় নিশ্চিত তাই বিজেপি মিথ্যা প্রচার করছে। তার ফলশ্রুতি বিজেপি আজকের এই ঘটনা ঘটিয়েছে।
0 Comments