IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- বিএসএফ সেক্টর হেডকোয়াটার তেলিয়ামুড়ার মাধ্যমে আমবাসা বিএসএফ সদর কার্যালয়ে বিনা অস্ত্রে স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরে আসলো এন এল এফ টি টিমের এক কঠোর সদস্য। ২০১৪ সালে সে এনএলএফটি  বিশ্বমোহন গোষ্ঠী দলে যোগ দেয়। অপহরণ সহ চাঁদা আদায় এমন কি পুলিশের উপর নজরদারি রাখা ছিলো তার কাজ। ধলাই জেলার রইস্যাবাড়ি থানাধীন মোজি মোলি রোয়াজা পাড়ার ৩৮ এর এই যুবক হলো পতিজয় ত্রিপুরা। বিএসএফ তেলিয়ামুড়া এবং পানিসাগর সেক্টরের ডিআইজি সিন্ধু কুমারের উপস্থিতিতে পতিজয় স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরে আসে। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে বিএসএফ ত্রিপুরা সেক্টরের তেলিয়ামুড়া সেক্টরের এই সাফল্যে রাজ্যের শান্তির ক্ষেত্রে সর্বাত্মক ইঙ্গিতপূর্ণ।