IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- রাজ্যের পুরাতন কালিবাড়ির মধ্যে অন্যতম পুরাতন কালিবাড়ি হল কৈলাশহরের কাছেরঘাঠ এলাকায় অবস্থিত পুরাতন কালিবাড়ি। ২৫৫ বছর পুর্বে আনুমানিক ১৭৬৪ সালে তৎকালিন রাজ আমলে এই কালিবাড়ির জন্ম হয়। কৈলাশহরের ইতিহাসে এই কালিবাড়ির অনেক ভুমিকা রয়েছে। বহু কিছু পরিবর্তন হলেও এই কালিবাড়ির তেমন কোনও পরিবর্তন কিংবা উন্নতি হয়নি। যার ফলে এই কালিবাড়ি বর্তমানে অনেক সমস্যায় জর্জরিত।পুরাতন এই কালি বাড়ির জন্ম লগ্ন থেকেই প্রতিবছর পৌষ মাসে অনুষ্ঠিত হয় মেলা এবং হরিনাম সংকীর্তন।পুরাতন কালিবাড়ির স্থায়ী কমিটির সদস্যরা মন্দিরের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সুধাংশু দাস (কাজল), সম্পাদক ঈশ্বর চন্দ্র দাস, মন্দিরের স্থায়ী পুরোহিত বিমান চক্রবর্তী সহ আরও অনেকে। উক্ত সাংবাদিক সম্মেলনে ঈশ্বর চন্দ্র দাস বলেন ২৫৫ বছর পুরাতন এই কালি বাড়ি প্রতি বছরের ন্যায় এই বছর আগামী ২০শে পৌষ (৫ জানুয়ারি) মাসে অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন এবং মেলা। এই হরিনাম সংকীর্তন এবং মেলাতে সবাই উপস্থিত থাকার জন্য আহব্বান জানান। এছাড়াও ঈশ্বর বাবু সরকারের কাছে দাবী জানান,মিন্দিরের স্থায়ী নাট মন্দির, একটি ভোজনালয়,ও একটি সাধু নিবাস স্থাপনের জন্য। এত বছর পুরাতন মন্দিরের পুরোহিতের ভাতা প্রদানের জন্য।
0 Comments