IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পারিবারিক কহলের জেরে নিজ বাড়ীর পেছনে কাঁটাল গাছে আত্মহত্যা করল অধীর দাস (৫৩) নামে এক ব্যক্তি, তার বাড়ি ধর্মনগর উত্তর হুরুয়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বাড়ীর পাশে ৪-৫ দিন ধরে ভজ্রপ্রভা সেবাশ্রম সংঘে হরিনাম সংকীর্তন চলা কালীন আশ্রমে কাজ করতেন দিনমজুর অধীর দাস। গতকাল সারারাত কাজ করার পর ভোররাতে বাড়িতে না আসায় অধীরের বাড়ির লোকজন আশ্রমে গিয়ে খোঁজখবর নেন। হঠাৎ বাড়ীর পেছনে খুঁজাখুঁজির পর দেখা যায় কাঁটাল গাছের মধ্যে নিজের গলার মাফলার দিয়ে গলায় ফাঁসী লাগিয়ে ঝুলন্ত অবস্তায় রয়েছে দিনমজুর অধীর দাস এর দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানায় পুলিস এসে কাঁটাল গাছ থেকে মৃত অধীরকে নামিয়ে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অধীর দাস এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments