IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আবারও সিপিআইএম-এ ভাঙ্গন। এবার ৫৫ বাগবাসা বিধানসভার ৩৯ নং বুথে ফয়াজ আলির বাড়িতে এক উঠান সভায় ৬৮ পরিবার যোগ দিলেন কংগ্রেসে। দীর্ঘ বাম আমল থেকে বঞ্চিত গ্রামবাসীরা এবার যোগ দিলেন কংগ্রেসে। তাদের দাবী একমাত্র কংগ্রেস দলের দ্বারা উন্নয়ন সম্ভব তাই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিকে কংগ্রেস নেতৃত্বের দাবী এই এলাকার একটা অংশ ধর্মনগর পুরসভা এলাকার ২৩ নং ওয়ার্ডে থাকার পরও এখনো তারা রাস্তা, পানীয়জল ও বিদ্যুৎ পরিসেবা থেকে বঞ্চিত। তাদের বক্তব্য বাগবাসা এলাকায় শাসকদলের কাজে তারা সন্তুষ্ট নয় তাই তাদের এই পদক্ষেপ। উঠান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর জেলা সভাপতি অজিত দাস, পিপিসি সদস্য কেবল নন্দী, উওর ত্রিপুরা জেলা যুব কংগ্রেস সভাপতি নিরুপম দে, কংগ্রেস নেতা বিধান শর্মা, টিডিসি সাধারণ সম্পাদক কান্তি মোহন ধর প্রমুখ।
0 Comments