তিন পান্ডা সহ ধর্মনগরে আবারো আটক ব্রাউন সুগার।



IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- স্থানীয় যুবকদের সহযোগিতায় এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় ধরা পড়ল তিন ব্রাউন সুগার পাচারকারী। ঘটনা ধর্মনগর শহর এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে। ঘটনার বিবরণে প্রকাশ ট্রাফিকের কর্তব্যরত কর্মীরা ভেইকেল চেকিং এর সময় দেখতে পায় একটি নাম্বার বিহীন অল্টো গাড়ি কে। তাতে সন্দেহের দানা বাঁধে। ঠিক অনুমানিক সকাল দশটা নাগাদ বটোরসি ব্রীজের অভিমুখে আসা একটি অল্টো গাড়ি কে ট্রাফিক সিগনাল দিলে গাড়িটি দ্রুত গতিতে মোবাইল চেকিং অতিক্রম করে। তারপর ট্রাফিক পুলিশ গাড়ি টির পিছনে ধাওয়া করে। গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে চালক সহ বাকি দুইজন পালিয়ে য়াওয়ার সময় স্থানীয় যুবকরা এদের ধরে ফেলে এবং  ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে এদের ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। এদের নাম সঞ্জয় জমাতিয়া, তাপস ত্রিপুরা, সুমন্ত ত্রিপুরা এদের বাড়ি করম ছড়ায়। এদের কাছ থেকে আনুমানিক ১২ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। তারা ব্রাউন সুগার গুলি চুড়াইবাড়ি থেকে করমছড়া নিয়ে যাচ্ছিল। কিন্তু এ বিষয়ে পুলিশ বাবুদের কোন বক্তব্য মিলেনি। ধর্মনগর থানার পুলিশ বাবুরা সাংবাদিকদের এড়িয়ে গেছেন এই বিষয়টি নিয়ে। প্রায় সময়ই নেশা সামগ্রী ধরলে পুলিশ বক্তব্য দিতে অনীহা প্রকাশ করে তার কারণ কি জানা নেই। তবে এটা পুলিশের দ্বিচারিতা বলে একাংশের অভিমত। তবে স্থানীয় যুবকরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করায় আবারো প্রমাণিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরার গড়ার যে ডাক দিয়েছে তাতে যুব সমাজ উদ্বুদ্ধ হচ্ছে।

Post a Comment

0 Comments