নববর্ষের প্রথম দিনে রাজ্যে পিস্তল উদ্ধার।


IIW : তেলিয়ামুড়া :- নববর্ষের প্রথম দিনই বন্দুক উদ্ধার। ঘটনা তেলিয়ামুড়ায়। পুলিশ জানায় তেলিয়ামুড়ার তৈদু-অম্পি ষ্টেন্ড সংলগ্ন স্থিত এক সরকারি ন্যায্য মূল্যের দোকানের পাশে উদ্ধার হয় একটি পিস্তল। আজ সকাল আনুমানিক ৮ নাগাদ এলাকার লোকেরা হটাৎই দেখতে পায় পিস্তলটি। সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, পিস্তলটি পশু শিকার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু কিভাবে শহরের উপরে আচমকাই এখানে পিস্তল পাওয়া গেল। তা নিয়ে কিন্তু পুলিশ এখনো কিছুই বলতে পারছে না। তবে স্থানীয়দের মতে আগের দিন ছিল বছরের শেষ দিন। সারা রাজ্যেই ছিল আনন্দের জোয়ার। তার সাথে তেলিয়ামুড়াতেও আনন্দে মেতে উঠেছিল সাধারণ মানুষ। এই আনন্দকেই মাটি করতে হয়তবা দুষ্কৃতীরা পিস্তলটি নিয়ে এসেছিল। কিন্তু কিছু না করতে পেরে সুযোগ বোঝে পিস্তলটি গভির রাতে ফেলে চলে যায়। আর ভোরেই স্থানীয়রা পিস্তলটি দেখতে পায়। তবে বছরের প্রথম দিনই এই পিস্তল উদ্ধারে গোটা তেলিয়ামুড়া জুড়ে আতঙ্ক দেখা দেয়।

Post a Comment

0 Comments