IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রেশন দোকানে কারচুপি এলাকাবাসীদের অভিযোগে তদন্তে মহকুমা শাসক। ঘটনার বিবরণে প্রকাশ যুবরাজনগরের হাফলং বাজার এর ন্যায্য মূল্যের দোকান টিতে দীর্ঘদিন ধরে কারচুপি চলছে। এলাকাবাসীদের বারবার অভিযোগ করা সত্ত্বেও রেশন ডিলার সজল ঘোষালের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি খাদ্য দপ্তর। রেশন দোকানের কারচুপির বিষয়টি এলাকার শাসক দলীয় নেতাদের জানালে তারা আচমকা এই ন্যায্যমূল্যের দোকানে হানা দেন। বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক যাদব লাল নাথ এর নেতৃত্বে একটি দল রেশন দোকানে যায় এবং সাধারন জনতার অভিযোগগুলি সত্যতা তাদের চোখে ধরা পড়ায় সাথে সাথে মহকুমা শাসক ও ফুড ইনস্পেক্টর কে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে ন্যায্য মূল্যের দোকান এর নথিপত্রে গরমিল পেয়েছেন। তাছাড়া ইলেকট্রনিক দাঁড়িপাল্লার বদলে হাতে মাপা দাঁড়িপাল্লা ব্যবহৃত হচ্ছে তাতে জিনিস কম পাচ্ছে ভোক্তা গন এমনই অভিযোগ। মহকুমা শাসক বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও এলাকাবাসী এই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার দাবি রাখছে। তাদের বক্তব্য বাম আমল থেকেই এ রেশন ডিলার কারচুপি চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এখন অবধি কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। এবার দেখার বিষয় এই রেশন ডিলারের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে খাদ্য দপ্তর।
0 Comments