আবারো সংবাদ শিরোনামে আমবাসার ITI কলেজ।


IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- আবারো সংবাদ শিরোনামে আমবাসার ITI কলেজ। বহুদিন ধরেই একের পর এক কারনামা চলছে এই কলেজে। বিগত কিছুদিন আগে এই কলেজে ফুড সেকশন এর পরিক্ষা দিয়েছিল ৬৯জন পরিক্ষার্থী। এর মধ্যে ১জন উর্ত্তীন হয়েছিল। সেই সময় কলেজ চত্তরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। সোমবার এই পরিক্ষার্থীদের আবার পুনঃরায় পরিক্ষা দেওয়া সুযোগ করে দেয় কলেজ কতৃপক্ষ। কিন্তু পরিক্ষার বিষয়টি ছিল সম্পূর্ন গোপনিয়তায়। ৬৮জনের মধ্যে মাত্র ৩২জন পরিক্ষা দিয়েছে। এবং পরিক্ষার মধ্যে ছাত্র-ছাত্রীরা অনায়াসে মোবাইল ও সিট বদল করছিল। এইসব অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান DCM সুবব্রত দে। তিনি পরিক্ষার হল গিয়ে কিছুটা সন্দেহ হয় । পরিক্ষার্থীদের সিট অদল বদল করে দেয়। এইসব ঘটনা চলাকালীন আমবাসা কম্পিউটার পয়েন্টের ২ভাই পৌচ্ছে যায় ঘটনাস্থলে। তাদের দেখে অবাক সবাই, কলেজের মধ্যে তাদের কি প্রয়োজন। পরিক্ষার্থীদের হলে ডুকতে চাইলে DCM সুবব্রত দে দাবরানী খেয়ে পালিয়ে যায় তারা। জানাযায় তার মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। বিভিন্ন উপায়ে নকল প্রদ্ধতিতে চলছিল এই পরিক্ষা। এবিষয়ে কলেজের পিন্সিপল জানান এইসব অভিযোগ মিথ্যে, পরিক্ষা সব নিয়ম মেনেই করা হচ্ছে।এদিকে DCM সুবব্রত দে জানান অভিযোগের ভিত্তিতে তিনি এখানে এসেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জানাযায় পরিক্ষার এই বিষয়টি বিধায়ক ও জেলা শাসকের নজরে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় তারা কি পদক্ষেপ নেয়।

Post a Comment

0 Comments