IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- কৈলাশহর মন্ডলের শ্রীনাথপুর শক্তিকেন্দ্রের উদ্যোগে শ্রীনাথপুর এবং হিরাছড়া গ্রামের একশো গরিব পরিবারের হাতে প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস তুলে দেন ঊনকোটি জেলার সভাপতি ভগবান দাস। সাথে ছিলেন জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা, মন্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দে,শক্তি কেন্দ্রের ইনচার্জ অরুপ ধর, পৌরপরিষদের চেয়ারম্যান বুলবুল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
0 Comments