পদ্মবিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেঘা দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো ।


IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- উত্তর ত্রিপুরা জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং পানিসাগর মহকুমা খন্ডের পদ্মবিল শাখার যৌথ আয়োজনে পদ্মবিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেঘা দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস উত্তর ত্রিপুরা জেলা কার্য বাহক শ্রী বিজয় ভট্টাচার্য মহাশয় ,উত্তর ত্রিপুরা জেলার ব্যবস্থাপক শ্রী হারান চন্দ্র দাস মহাশয়, পানিসাগর কার্য বাহক শ্রী অন্তোষ নাত মহাশয়, পানিসাগর শারীরিক প্রমুখ বিমোহিত মহাশয় ও লোকেশ দেবনাথ মহাশয় এবং উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট বিশিষ্ট স্বয়ংসেবক গণ ।
সংবাদ প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে শ্রী বিমোহিত মহাশয় জানান যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এভাবে সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। তারই অঙ্গ হিসাবে পদ্মবিল শাখায় এই চিকিৎসা শিবির এর আয়োজন ।
তিনি আরো বলেন আগামী দিনেও এরকম বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে উনারা বদ্ধপরিকর ।  আজকের এই দন্ত চিকিৎসা শিবিরে চিকিৎসা করতে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলা এবং ধর্মনগরের বিশিষ্ট দন্ত চিকিৎসক যথাক্রমে ডক্টর সুরজিৎ ভূমিক ,ডক্টর সঞ্জয় বিশ্বাস ,ডক্টর মৌমিতা দাস বিনোদ দেববর্মা, ডক্টর পরমার্থ দেওয়ান ,ডক্টর বিশ্বজিৎ পাল ,ডক্টর জয়ন্ত ধর ,ডক্টর দেবাশিষ চৌধুরী ,ডাক্তার বৃষ্টি নাগ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ্মবিল শাখার এই মেঘা দন্ত চিকিৎসা শিবিরের মাধ্যমে এলাকার অসুস্থ থাকা নাগরিকগণ অনেকে উপকৃত হয়েছেন বলে মনে করছেন।

Post a Comment

0 Comments