যুব বিষ্ণুপ্রিয়া মণিপুরী এসোসিয়েশনের পথ চলা শুরু হলো আজ থেকে।


IIW : ধর্মনগর :- উত্তর ত্রিপুরা জেলার বিষ্ণুপ্রিয়া মনিপুরী  যুবক যুবতীর সম্মিলিত প্রয়াসে তৈরি হওয়া “ যুব বিষ্ণুপ্রিয়া মণিপুরী এসোসিয়েশনের” পথ চলা শুরু হলো রবিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে। রামনগর এলাকায় সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনে সূচনা ঘটে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গৌরব পুরস্কার প্রাপ্ত কৈলাশহর এর রঞ্জন সিনহা। উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রবীণ তথা বিদ্যাসাগর সম্মানে ভূষিত গৌর গোপাল ব্যানার্জি মহোদয়। এই সম্মেলনে গোটা উত্তর ত্রিপুরা জেলার প্রায় ৩৫০ জন যুবক যুবতীর উপস্থিতি  ছিল। এই সংগঠনের প্রথম সম্মেলন হিসেবে বিষ্ণুপ্রিয়া মনিপুরী যুবকদের সম্মিলিত প্রয়াসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে মনিপুরী সম্প্রদায়ের বহু সংখ্যক যুবরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। তবে লক্ষ্য করা যায় রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করতে আসা উত্তর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সাথে থাকা চিকিৎসক ডঃ বিধান দাসের, রক্তদানে এগিয়ে আসা যুবদের রক্তদানের পূর্বের শারীরিক পরীক্ষা করার ক্ষেত্রে বেশ অনীহা রয়েছে। এতে  রক্তদাতাদের উৎসাহে অনেকটাই ভাটা পরেছে। 

Post a Comment

0 Comments