IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- মাতৃভাষা মিশন কুমারঘাট শাখা ২৪ ফেব্রুয়ারি অায়োজন করে অন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উদ্বোধন করেন নিবাস শীল, অধ্যক্ষ, বি এড কলেজ কুমারঘাট। প্রধান অতিথি ছিলেন বিশ্বজিৎ দাস, ভাইস চেয়ারম্যান, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল। স্বাগত ভাষন রাখেন মাতৃভাষা মিশন কুমারঘাট শাখার সম্পাদক শেখর ভট্টাচার্য।অনুষ্ঠানে বরাক উপত্যকা সহ রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যেকদের উপস্হিতি ও অালোচনা, কবিতা পাঠ অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দেয়।পাশাপাশি রাজ্য ও বরাক উপত্যকার বারোজন কবি,কথাশিল্পি,সাহিত্যিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন ডঃ রাজীব কর, সত্যজিৎ দত্ত,জহর দেবনাথ, মনিকা বড়ুয়া অমলকান্তি চন্দ প্রমুখ।
0 Comments