কৈলাসহর এর উন্নয়নের জন্য তেরো দফা দাবী নিয়ে বহুদিন ধরে উন্নয়ন মঞ্চ আন্দোলন করে আসছে -এর মধ্যে অনেক দাবী এখনো বাস্তবায়িত হয়নি।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- 'কৈলাসহর উন্নয়ন মঞ্চ' দীর্ঘদিন ধরেই কৈলাসহরের সার্বিক উন্নয়নের জন্য এবং কৈলাসহরের হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধারের জন্য  আন্দোলন করে যাচ্ছে। কৈলাসহর উন্নয়ন মঞ্চের এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে বলে শনিবার দুপুরে কৈলাসহরে সাংবাদিক সম্মেলন করে উন্নয়ন মঞ্চের নেতারা বলেন। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য, প্রেস সম্পাদক ভাস্কর ঘোষ অধিকারী, উন্নয়ন মঞ্চের সদস্য  মনয়েন্দু ঘোষ,প্রণব পাল, মোহিত পাল, মন্নত দেব, সহ আরো অনেকে।সাংবাদিক সম্মেলনে প্রেস সম্পাদক ভাস্কর ঘোষ অধিকারী বলেন -কৈলাসহর এর উন্নয়নের জন্য তেরো দফা দাবী নিয়ে বহুদিন ধরে উন্নয়ন মঞ্চ আন্দোলন করে আসছে। এর মধ্যে অনেক দাবি বাস্তবায়িত হয় এবং কিছু দাবী এখনো বাস্তবায়িত হয়নি। ২০১৬ সালে উন্নয়ন মঞ্চ দেশের প্রধানমন্ত্রীর দপ্তরে (পি.এম. ও) একটি চিঠি পাঠিয়েছিল কৈলাসহর রেল এবং বিমান পরিষেবা চালু করার জন্য। চলিত বছরের বারো ফেব্রুয়ারি পি এম ও অফিস থেকে উন্নয়ন মঞ্চ কে চিঠি দিয়ে জানানো হয় যে, কৈলাসহর-পেচারতল এবং ধর্মনগর মোট ৪৫ কিমি রেল লাইনের  Engineering Cun traffic survey- এর কাজ শুরু হয়েছে এবং তা চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে শেষ হবে। পাশাপাশি বিমান পরিষেবা চালুর জন্য এয়ারপোর্ট মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য ৭০ একর জায়গা নতুন করে নেওয়ার জন্য পূর্বতন এবং বর্তমান সরকারের কোন উদ্যোগ না রাখায়  ক্ষোভ প্রকাশ করেন।

Post a Comment

0 Comments