নলেজ ইজ দ্যা বেষ্ট কোচিং সেন্টারের উদ্দ্যোগে এই কোচিং সেন্টারের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হলো।


 
IIW : পানিসাগর :- আজ দুপর ১২ ঘটিকায় পানিসাগর মহকুমার "নলেজ ইজ দ্যা বেষ্ট" কোচিং সেন্টারের উদ্দ্যোগে রৌয়া কমিউনিটি হল ঘরে এই কোচিং সেন্টারের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্টান শুরুর  প্রথমে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে শুভারম্ব করেন পানিসাগর CAREER E - DGE Computer Academy এর প্রশিক্ষক  সুসান্ত মালাকার। উপস্থিত ছিলেন "নলেজ ইস দ্যা ব্যাষ্ট" কোচিং সেন্টারের শিক্ষক বদরুল ইসলাম এবং ফকরুল ইসলাম, সহ কোচিং সেন্টারের প্রক্তন ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্টানের সকল বক্তারাই তাদের ভাষনে ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষৎ কামনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার্তিদের মনোযোগ সহকারে পরিক্ষা দেওয়ার জন্য অাহব্বান জানান। অনুষ্টান শেষে মাধ্যমিকের ৯৭ জন ছাত্র-ছাত্রী ও উচ্চ মাধ্যমিকের ৯৩ জন ছাত্র-ছাত্রীদের হাতে সেন্টারের সারক পত্র ও ট্রপি তোলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments