IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সহ ১২ টি মহকুমা হাসপাতালে ও ৬ টি জেলা হাসপাতালে সকলের জন্য বিনামূল্যে রক্ত, মল ও মূত্র পরীক্ষা পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। একদিকে ধলাই জেলা হাসপাতালে এই পরিষেবার উদ্ভোধন করেন বিধায়ক পরিমল দেব্বর্মা। উপস্থিত ছিলেন মহকুমা শাসক
জে.ভি.দোয়াতি,মেডিকেল সুপার হীমাদ্রী দাড়িং,মাইক্রো বাইলোজিষ্ট সাগর মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের পর ল্যাবের ফিতা কেটে উদ্ভোধন করেন অতিথিগণ।
0 Comments