IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- আমবাসা, কমলপুর এবং গন্ডাছড়া মহকুমা ভিত্তিক নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেব্বর্মা, জেলা শিক্ষা আধীকারিক নরেদ্রু দুরাই। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসি দেব্বর্মা,সমাজসেবী মৃদুল দত্ত প্রমুখ। এদিন তিনটি মহকুমার বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মোট ১১৭৭ টি বাইসাইকেল বিতরণ করা হয়। এই সাইকেল গুলি পেয়ে বেজায় খুশী ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মহোদয়।
0 Comments