কৈলাশহর এর জেলা এন এস ইউ আই (NSUI)এর আহবানে একদিনের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হলো।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :-কৈলাশহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর হল ঘরে কৈলাশহর এর জেলা এন এস ইউ আই (NSUI)এর আহবানে একদিনের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করে এন. এস. ইউ. আই (NSUI)ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাশহর জেলা এন. এস. ইউ. আই (NSUI)কমিটির সভাপতি জুবের আহমেদ খান সহ অনেকে। সম্মেলনে ২০১৮ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের উত্তীর্ণ জেলার সমস্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত  করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাকেশ দাস ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রীর তীব্র আক্রমণ এবং সমালোচনা করেন।

Post a Comment

0 Comments