রেগা শ্রমিকদের মজুরি পাওয়ার দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে পশ্চিম ইয়াজিখাওরা গ্রাম পঞ্চায়েতের যুব কংগ্রেসের প্রাথমিক কমিটির উদ্যোগে রেগা শ্রমিকদের মজুরি পাওয়ার দাবিতে সকাল সাড়ে দশটায় পঞ্চায়েতের অফিস ঘেরাও করে। এগারোটা পর্যন্ত বি.ডি.ও সোমা দেবের আশ্বাস না পাবার পর এগারোটা থেকে পঞ্চায়েতের অফিসের সামনে বাবুরবাজার-ইরানি রাস্তা অবরোধ করে। প্রায় আড়াই ঘন্টা পর দুপুর দেড়টা নাগাদ বি.ডি.ও সোমা দেব ঘটনাস্থলে এসে বলেছেন, আগামী সোমবার পঞ্চায়েতের রেগার শ্রমিকদের মজুরি প্রদান করা হবে, বি.ডি.ও-এর মৌখিক আশ্বাস পাবার পর অবরোধকরীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করেন। আজকের পঞ্চায়েত অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধ এর নেতৃত্বে ছিলেন যুবনেতা হদিস মিয়া, মুনিম আলী সহ আরো অনেকে। হদিশ মিয়া এবং মুনিম আলী বলেন গত জানুয়ারি মাসের ২৮ তারিখ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো দিন কাজ করার পর আজ অবধি শ্রমিকরা রেগার মজুরি পায় নি।

Post a Comment

0 Comments