নি‌জের সা‌র্ভিস রাই‌ফেল দি‌য়ে বু‌কে গু‌লি ক‌রে আত্মঘা‌তি এএফ‌পিএফ জওয়ান।


IIW : মলয় কুমার দাস, নিজস্ব প্রতিনিধি :- ‌নি‌জের সা‌র্ভিস রাই‌ফেল দি‌য়ে বু‌কে গু‌লি ক‌রে আত্মঘা‌তি এএফ‌পিএফ জওয়ান।চাঞ্চল্য লোয়াইর‌পোয়ার লঙ্গাই ফ‌রেষ্ট বিট অফি‌সে।।মলয়কুমার দাস।‌লোয়াইর‌পোয়া।(সাত)‌ফেব্রুয়া‌রি।‌নি‌জের সা‌র্ভিস রাই‌ফেল দি‌য়ে বু‌কে গু‌লি ক‌রে আত্মঘা‌তি হল এক অসম ফ‌রেষ্ট প্র‌টেকশন ফো‌র্সের(এএফ‌পিএফ)জওয়ান।এ ঘটনায় স্থা‌নিয় জনম‌নে ব্যাপক চাঞ্চল্য বিরাজ কর‌ছে।‌লোমহর্ষক এ ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে পাথারকা‌ন্দি সম‌ষ্টির লোয়াইর‌পোয়া এলাকার কটাম‌ণি পু‌লিশ ফাঁড়ীর অধীনস্থ লঙ্গাই ফ‌রেষ্ট বিট কার্য্যাল‌য়ে।আত্মঘা‌তি ফ‌রেষ্ট জওয়া‌নের নাম শংকরচন্দ্র নাথ(চ‌ল্লিশ)।‌পিতার নাম প্রয়াত র‌সেন্দ্রচন্দ্র নাথ।বা‌ড়ি হাইলাকা‌ন্দি জেলার পাঁচগ্রা‌মে।জানা গে‌ছে অ‌বিবা‌হিত শংকর গত পাঁচ মাস ধ‌রে লোয়াইর‌পোয়া রে‌ঞ্জের খাগড়া‌ঘোড়া গ্রা‌মের লঙ্গাই ফ‌রেষ্ট বিট কার্য্যাল‌য়ে কর্মরত ছি‌লেন।বুধবার রু‌টিন ডিউ‌টি‌তে তি‌নি রেঞ্জকর্তা অলককুমার দেব ও বিটকর্তা নারায়ণকুমার নন্দীর সা‌থে দলবল স‌মেত দিনভর ডিউ‌টি‌তে ছি‌লেন।এ সম‌য়ে তা‌কে মান‌সিক ভা‌বে ব্যা‌তিগ্রস্থ দেখা‌চ্ছিল ব‌লে বন বিভাগ সু‌ত্রে জানা গে‌ছে।‌দিনভর ডিউ‌টি শে‌ষে সবাই নিজ নিজ কু‌য়ের্টা‌রে চ‌লে যাবার পর রাত অনুমা‌নিক সা‌ড়ে আটটা নাগাদ শংক‌রে ক‌ক্ষে হঠাৎ গু‌লির শ‌ব্দে চম‌কে উঠেন অন্যান্য বন ক‌র্মিরা।তারা দ্রুত তার রু‌মের দি‌কে এগি‌য়ে গি‌য়ে দে‌খেন যে ঘ‌রের দরজা খোলা আর পাল‌ঙ্কের উপর বু‌কে গু‌লি‌বিদ্ধ শংকর ছটপট কর‌ছেন।তৎক্ষ‌নে তা‌কে চি‌কিৎসার জন্য হাসপাতা‌লে নি‌য়ে যাবার ব্যবস্থা করা হ‌লেও শেষ রক্ষা হয়‌নি।‌নিজ ক‌ক্ষের ভিতরই মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়ে প্রাণ হারান এএফ‌পিএফ শংকর।এমন ঘটনার খব‌রে বন ক‌র্মি সহ স্থা‌নিয় জনম‌নে ব্যাপক চাঞ্চল্য ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।পর‌দিন খবর পে‌য়ে অকু্স্থ‌লে উপ‌স্থিত হন বাজা‌রিছড়া থানার ও‌সি গৌতম দাস সা‌র্কেল কর্তা কাম ম্যা‌জে‌স্ট্রেট এল খিং‌ন্তে ও রেঞ্জকর্তা অলক বাবু।তারা আইনি প্র‌ক্রিয়া মুতা‌বেক মৃত‌দেহ এনকু‌য়েষ্ট‌মেন্ট করার পর ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিট্যা‌লে প্রেরণ ক‌রেন।এ সংবাদ লেখা পর্য্যন্ত মৃত‌দেহ ময়না তদন্ত শে‌ষে ফি‌রে আসার খবর নেই।এ ম‌র্মে ও‌সি গৌতম দাস জানান যে পু‌লিশ ঘটনার তদ‌ন্তে নে‌মে‌ছে।শংকর কি কার‌নে নি‌জের বু‌কে এ রাউন্ড গু‌লি ক‌রে বসল এটাও খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।এ ঘটনায় ব্যবহৃত থ্রি নট্ থ্রি রাই‌ফেল‌টিও জব্দ ক‌রে গুয়াহা‌টি  ফ‌রেন‌সিক ল্যা‌বে প্রেরণ করা হ‌য়ে‌ছে।প্রাথ‌মিক তদ‌ন্তে উক্ত আত্মঘা‌তি ঘটনার কারন জানা যায়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তদন্তকা‌রি পু‌লিশ অফিসার গৌতম বাবু।

Post a Comment

0 Comments