IIW : আগরতলা :- সিপিআইএমের রাজ্য নেতৃত্ব সহ সোশ্যাল মিডিয়ার একাংশের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি জানান, তাকে যেভাবে বিশ্রী ও কুরুচিপূর্ণ ভাবে আক্রমণ করা হয়েছে এতে তিনি অপমানিত হয়েছেন আর সেই জন্য তিনি সিপিআইএমের রাজ্য নেতৃত্ব সহ সোশ্যাল মিডিয়ার একাংশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, শনিবার আস্তাবল ময়দানে 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় বেশ কয়েকটি ফলক উন্মোচনের মুহুর্তে সান্ত্বনা চাকমা বাঁদিকে এমন ভাবে দারিয়ে গিয়েছিলেন যে অন্য মন্ত্রীদের অসুবিধে হচ্ছিল। পরে মন্ত্রী মনোজ দেব তাকে একটু সরে যেতে বলেন। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মন্ত্রী সান্ত্বনা চাকমা সরে যান। অথচ একাংশ মিডিয়ায় এই ঘটনটিকে কুৎসিতভাবে প্রচার করায় তিনি খুব অপমানিত বোধ করেন বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি তার বক্তব্যে বলেন একটা অতি সাধারণ বিষয় যা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি বলেন, মনোজ দা আমাকে একটু সরে যেতে বলেছিলেন। আমি আমার ভুল বুঝতে পেরে সরে যাই। হুড়োহুড়িতে আমি সামনে দাঁড়িয়ে পরেছিলাম বলে জানান সান্ত্বনা চাকমা। কিন্তু এটা এখন রাজনীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, তাকে যেভাবে বিশ্রী ও কুরুচিপূর্ণ ভাবে আক্রমণ করা হচ্ছে তাতে তিনি খুবই অপমানিত হচ্ছেন। তিনি এখন চিন্তা ভাবনা করছেন সিপিআইএমের রাজ্য নেতৃত্ব সহ সোশ্যাল মিডিয়ার একাংশের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। অপরদিকে বিজন ধরের পরিবার নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি বলেন, চারিত্রিকলঙ্ঘনে রাজ্যের শীর্ষ স্থানে রয়েছে সিপিআইএম। এদিকে গায়ে হাত নিয়ে সিপিআইএম নেত্রী রমা করের ভিডিও ফাঁস করলো বিজেপি।
0 Comments