বাড়িতে নয় এবার মন্দিরে ও দোকানে থাবা বসালো নিশিকুটুম্বের দল।


IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- বাড়িতে নয় এবার মন্দিরে থাবা বসালো নিশিকুটুম্বের দল। আমবাসা থানার পুলিশকে ঘুমে রেখে একই রাতে ৩ টি মন্দির ও একটি দোকানে চুরি। মঙ্গলবার গভীর রাতে আমবাসার ৩টি মন্দিরের প্রনামিতে থাবা বসায় চোরের দল। প্রনামি বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় চোরের দল। আমবাসা বাজার সংলগ্ন এই মন্দির গুলিতে প্রায় সময়ই হানা দেয় চোরের দল। পুলিশের টইলদারি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মন্দির কতৃপক্ষ। এক সাক্ষাত্কারে একজন পুরহিত জানান একই দিনে ৩ টি মন্দিরে চুরি, নেশায় যুক্তথাকা যুবকরাই এইসব করতে পারে বলে ধারনা উনার। এদিকে একই দিনে আমবাসা রেলস্টেশনের একটি দোকানেও চোরের দল থাবা বসায়। এই দোকান থেকে নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে যায় চোরের দল। GRP পুলিশ টহলদারিতে থাকা সত্ত্বেও কিভাবে রেলস্টেশনের ভেতরের দোকান থেকে চুরি হয় তা নিয়েও প্রশ্ন তুলেছে দোকানের মালিক। এক সাক্ষাত্কারে দোকানের মালিক জানায় আগেও একবার তার দোকান চুরি হয়েছে, বুধবার সকালে এসে দেখতে পায় তার দোকান চুরি হয়েছে, চুরির ঘটনাটি আমবাসা GRP পুলিশকে জানানো হয়েছে।এদিকে একই দিনে মন্দির সহ দোকানে চুরির ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আমবাসা মহকুমায়। পুলিসের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ আমবাসাবাসীর।

Post a Comment

0 Comments