DYFI পানিসাগর মহকুমা কমিটির উদ্দোগে পানিসাগর মহকুমা শাসকের কাছে একটি ১৫ দফা দবী সনদ ও পানিসাগর CDPO এর নিকট একটি ৬ দফা দাবী সনদ তুলে দরা হয়।



IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল দুপুর ১২ ঘটিকায় DYFI পানিসাগর মহকুমা কমিটির উদ্দোগে পানিসাগর মহকুমা শাসকের কাছে একটি ১৫ দফা দবী সনদ ও পানিসাগর CDPO এর নিকট একটি ৬ দফা দাবী সনদ তুলে দরা হয়। উক্ত দবী সনদ গুলি মহকুমা শাসক ও CDPO এর নিকট পেশ করেন DYFI পানিসাগর মহকুমা কমিটির পক্ষে শ্রীযুক্ত শীতল দাস সাথে উপস্থিত ছিলেন নির্মলেন্দু দাস,অনুপ কুমার দাস,অভনী দে ও অন্যান্যরা, মোট ১৩ জনের একটি টিম।

Post a Comment

0 Comments