IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাংকার লরি থেকে উদ্ধার হলো ৩৫ লক্ষ টাকার গাঁজা। জানা গেছে আগে থেকেই উত্তর জেলার পুলিশের কাছে খবর ছিল একটি তেলের ট্যাংকার লরি বোঝাই করে ব্যাপক সংখ্যক গাজা পাচার হচ্ছে । খবরের ভিত্তিতে দীর্ঘ অপেক্ষার পর এনএল-০১-২৫৮৩ নাম্বারের লোরিটির পিছু ধাওয়া করে পানিসাগর চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গাড়িটিকে আটক করা হয়। সাথে আটক করা হয় উত্তরপ্রদেশের বাসিন্দা গাড়ি চালক অজয় কুমার কে। সে জানিয়েছে এই গাজা গুলো আগরতলা থেকে বোঝাই করে গোহাটির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছিল। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন তেলের ট্যাংকার থেকে মোট ৭০ ব্যাগ গাঁজা উদ্ধার হয়েছে । প্রতিটি ব্যাগের ওজন ১০ কিলো। যার বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা ।
0 Comments