IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- কাশ্মীরে জঙ্গি হামলায় গোটা দেশ আজ শোকাহত তৎসঙ্গে সকলের মধ্যে একরাস ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসায় মোমবাতি মিছিল এবং পাকিস্তানের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি মৃদুল দত্ত, যুব মোর্চার জেলা সভাপতি আশীষ ভট্টাচার্য্য, শ্যামল শীল, মহিলা মোর্চার অপু দেব, দীপা দেব প্রমুখ। এদিকে আজ আমবাসা মহকুমা প্রেসক্লাব এবং আমবাসাবাসীর যৌথ উদ্যোগে একই বিষয়ে মোমবাতি মিছিল এবং নিরবতা পালন করা হয়। উল্লেখ্য গোটা দেশ যেখানে শোকাহত সেখানে আমবাসার তথাকথিত কয়েকজন কলমচি মুখে কুলুপ এটে বসে আছে। একাংশ লোকের অভিমত হয়তো তাদের সার্থ জড়িত নয় এবিষয়ে তাই এই দিনেও তথাকথিত কলমচি দুরে বসে দেখে সমালোচনা করছে।
0 Comments