IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- জাতীয় সড়কে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাস উদ্ধারের ঘটনায় এখনো পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানতে পারে নি। পাশাপাশি ব্যক্তিটি কি ভাবে খুন হয়েছে সেই বিষয়েও পুলিশ এখনো পর্যন্ত কোন সুরাহ করতে পারেনি। তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলাকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে এসেছে যা তাদের তদন্তে সাহায্য করবে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ এইটুকু জানিয়েছে এটা কোন সড়ক দুর্ঘটনা নয়, এটি খুব ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ভাবে ব্যক্তিটিকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ব্যক্তিটির মাথা সম্পূর্ণ ভাবে থেথলানো হয়েছে। দুর্ঘটনাটি আর পাঁচটা যান দুর্ঘটনার মত নয়। পুলিশের ধারণা যুবকের লাস দেখে মনে হচ্ছে দুর্ঘটনাটি খুনের ইঙ্গিত দিচ্ছে। পুলিশের অনুমান সম্ভবত ভারি কিছু দিয়ে তার মুখে বার বার আঘাত করা হয়েছে যার দরুন যুবকের মুখমণ্ডল সম্পূর্ণভাবে থেথলিয়ে গেছে। এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন মঙ্গলবার রাত্রে দুইজন বাইক আরোহী পানিসাগর থেকে জাতীয় সড়ক ধরে পেচারথল অভিমুখে যাওয়ার সময় লক্ষ্য করেন পানিটিলা এলাকায় জাতীয় সড়কের এক ধারে মাথা ও মুখমন্ডল মারাত্মকভাবে থেঁথলানো এক যুবকের দেহ পড়ে রয়েছে। পাশেই একটি বাই সাইকেল পরে রয়েছে। যার অভিমুখ পেচারথলমুখী। তারপর তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছয় এবং তদন্ত শুরু করে। পরে যুবকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
0 Comments