রটারেক্ট ক্লাব ধর্মনগর বস্ত্রদানের মধ্য দিয়ে তাদের সমাজ সেবার কর্মযজ্ঞ শুরু করল।


IIW : রটারেক্ট ক্লাব ধর্মনগর বস্ত্রদানের মধ্য দিয়ে তাদের সমাজ সেবার কর্মযজ্ঞ শুরু করল। এই সংস্থাটি অন্য আরেকটি খ্যাতনামা সমাজসেবি সংস্থা রোটারী ক্লাবের অন্তর্গত। এই রটারেক্ট ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে শ্রী সন্দীপ দাস এবং শ্রী চিরঞ্জিৎ ভৌমিক। ধর্মনগর শহরের বেশ কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন যুবক, যুবতিদের নিয়ে এই ক্লাব পথ চলা শুরু করল।

Post a Comment

0 Comments