আশ্রয় সামাজিক সংস্থা আয়োজিত ১১ দিনব্যাপী মেলাতে কৈলাশহর মহকুমার সমস্ত সাংবাদিকদের সংবর্ধিত করে আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা বিরজিত সিনহা।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- আশ্রয় সামাজিক সংস্থা আয়োজিত ১১ দিনব্যাপী মেলা শুরু হয়েছিল গত ২৬ শে জানুয়ারি থেকে,এবং মেলা সমাপ্ত হয় ৫ ফেব্রুয়ারি রাত একটায়। বর্ণময় ১১ দিনব্যাপী মেলায় রাজ্য এবং বহি রাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, কবিতা প্রতিযোগিতা সহ আরো নানান অনুষ্ঠান হয়েছে। কৈলাশহর এর বিদ্যাসাগর  স্কুল মাঠে ১১ দিনব্যাপী মেলায় প্রায় দেড়শ(১৫০) টি স্টল অংশগ্রহণ করেছিল।প্রতিদিন মেলায় প্রচুর লোক সমাগম হয়েছিল। আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্র শেখর সিংহ জানান, সতেরো বছর ধরে এই মেলা কৈলাশহর এ সংঘটিত হয়ে আসছে। এই মেলায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্রয় বিক্রয় হয়েছে। মেলার শেষ দিনে অর্থাৎ ১১ দিন ব্যাপী এই সংহতি মেলার অন্তিম দিনে ৫ ফেব্রুয়ারি মেলার সংহতি মঞ্চে কৈলাশহর মহকুমার সমস্ত সাংবাদিকদের সংবর্ধিত করে আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিরজিত সিনহা। সাংবাদিকদের উত্তরীয়, ব্যাচ, মেডেল এবং একটি করে উপহার তুলে দেন শ্রী সিনহা নিজেই। ৫ ফেব্রুয়ারির রাত প্রায় দশটা নাগাদ এই সম্বর্ধনা অনুষ্ঠানটি যখন হয় তখন এই সংহতি মেলায় কয়েক হাজার মানুষের সমাগম ছিল। সম্বর্ধনা অনুষ্ঠানে কৈলাশহর প্রেসক্লাবের সহ-সম্পাদক দেবাশীষ দত্ত, সাংবাদিক অয়ন মজুমদার সুকান্ত চক্রবর্তী সহ আরো অনেক সাংবাদিক সংবর্ধিত এবং উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক দেবাশীষ দত্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখে।

Post a Comment

0 Comments