পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার ১১২০ বোতল নেশা জাতীয় এস্কফ কফ সিরাপ।


IIW : নিজস্ব প্রতিনিধি, কিষাণ মল্লিক, চুড়াইবাড়ি :- উত্তর জেলা গোয়েন্দা পুলিশ ও চুড়াইবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার ১১২০ বোতল নেশা জাতীয় এস্কফ কফ সিরাপ। উত্তর জেলার চুড়াইবাড়ি থানাদিন চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধারে বিপুল পরিমাণ নেশা জাতীয় এস্কফ কফ সিরাপ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। উত্তর জেলা গোয়েন্দা পুলিশ ও চুড়াইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের গজারবিল পাড়ার পরিত্যক্ত একটি জঙ্গলে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ৭ কার্টুন নেশাজাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করে পুলিশ। প্রতিটি কার্টুনে ১৬০ বোতল কফ সিরাপ এস্কাফ মজুদ ছিল।৭ টি কার্টুনে মোট ১১২০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করে পুলিশ। তবে আশ্চর্যজনক বিষয় হল কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ ও চুরাইবাড়ি থানার পুলিশের লোক দেখানো তল্লাশির নামে ঢংই ছিল নেশা বিরোধী অভিযানে। এই নেশা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার গোয়েন্দা পুলিশের ডি আই ভি ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাস সহ চুড়াইবাড়ি থানার এস আই সাধন মজুমদার এ এস আই বিষ্ণু পদ ঘোষ। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশবাহিনী। এদিকে ডি আই বি ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস জানান গোপন সূত্রের ভিত্তিতে ১১২০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ এস্কাফ  উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। অপরদিকে এলাকাবাসী সূত্রে খবর, সিপিআইএম দলের এক চুনোপুটি নেতা দীর্ঘদিন থেকে অবাধে রাজ্যে নেশা জাতীয় কফ সিরাপ প্রবেশ করিয়ে যাচ্ছিলো। পূর্বের বাম সরকার থাকার আশীর্বাদে সে তার পাচার বাণিজ্য স্বমহিমায় গজিয়েছিল। বর্তমান রাম আমলেও তার এই নেশার পাচার বাণিজ্য জারি রেখেছিল। এমনকি বহি রাজ্য অসম থেকে নেশাজাতীয় কফ সিরাপ এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করত বলেও এলাকাবাসীর অভিযোগ। আশ্চর্যজনকভাবে আজও ওই সিপিএমের চুনোপুটি নেতার বাড়ির পাশ থেকেই এই বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী সূত্রে আরো জানা যায় যদি ওই সিপিআইএমের চুনোপুটি নেতার বিরুদ্ধে প্রশাসন কড়া হাতে পদক্ষেপ না নেয় তাহলে স্থানীয় জনগণ আন্দোলন গড়ে তোলবে। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন আজকের উদ্ধারকৃত নেশাজাতীয় কফ সিরাপ এর মালিককে চিহ্নিত করে  আটক করতে পারে কি না? নাকি পূর্বের বাম আমলের মতো রাম আমলেও নেশা কারবারিরা রেহাই পেয়ে যাবে?

Post a Comment

0 Comments