ঊনকোটি জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আইনসভা শিবির।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- ঊনকোটি জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আইনসভা শিবির।
রবিবার টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা ত্রিপুরা স্টেইট লিগাল সার্ভিসের অথরিটির প্রেট্ন ইন চিফ সঞ্জয় কারোল।
এছাড়াও ছিলেন হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা স্টেইট লিগাল সার্ভিসের অথরিটির এক্সেকিউটিভ চেয়ারম্যান শুভাশীষ তলাপাত্র।ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান অরিন্দম লোধ, ঊনকোটি  ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসন জ'জ তথা ঊনকোটি জেলার আইনসভা কর্তৃপক্ষের চেয়ারম্যান পঙ্কজ কুমার দত্ত,স্টেইট লিগাল সার্ভিস অথরিটি মেম্বার সেক্রেটারি আশুতোষ পান্ডে সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি সঞ্জয় কারুর বলেন, আমাদের দেশের জনসাধারণ মহান। তাই আমাদের দেশ মহান হতে পেরেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার  জনসাধারনের সুবিধার্থে আইনি পরিষেবা প্রদান করেছে। এখন একজন বিচারপতি শুধুমাত্র বিচার ব্যবস্থার মাধ্যমে সীমাবদ্ধ নয়।
মানুষের অন্যান্য সমস্যা গুলি প্রতি নজর দিতে হয় বলে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আইন সেবা শিবিরে বৃদ্ধ, মহিলা ও অন্যান্যদের উপস্থিতি দেখে আকুল হন প্রধান বিচারপতি।হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা স্টেইট লিগাল সার্ভিসের অথরিটির এক্সেকিউটিভ চেয়ারম্যান শুভাশীষ তলাপাত্র বলেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইন সকলের জন্য সমান।
কেউ যাতে তাদের অধিকার থেকে কোনদিন বঞ্চিত না হয় তার জন্য কাজ করছে রাজ্যের আইনসভা কর্তৃপক্ষ।
প্রতিটি জেলা ও মহকুমার  জনসাধারণ যাতে তাদের অধিকার ও আইন সম্পর্কে সচেতন হতে পারে তার জন্য ককবরক, বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বিভিন্ন পুস্তিকার জনসাধারণ হাতে তুলে দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে কারুর ন্যায্য অধিকার খ'ব হলে নিকটবর্তী আইন সেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি তথা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান অরিন্দম লোধ বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষের হাতে আইনি পরিষেবা  পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা চালু করেছেন। এই  প্রকল্প গুলি সম্পর্কে সকলকে সচেতন করতে কাজ করছে আইন সেবা কর্তৃপক্ষ। উক্ত শিবিরে আধার কার্ড, লেবার কার্ড, কৃষাণ ক্রেডিট কার্ড,PRTC,SC,ST,OBC সার্টিফিকেট, মেরেজ সার্টিফিকেট, ব্যাকিং লোন এর মধ্যে স্বাবলম্বন,পি.এম.ই.জি. পি,
এস.এইচ.জি,এবং জি.এল.জি  লোন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, রান্না গ্যাস বিতরণ বিএড কোর্স আবেদন কারীদের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার যোজনা সহ দিব্যাঙ্গনদের  জন্য হুইল চেয়ার ও কানে শোনার যন্ত্র প্রদান করা হয়। এছাড়াও নালসার বিভিন্ন প্রকল্পের সম্পর্কে সচেতন ও তার পাশাপাশি আইনি পরিষেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে "সকলের জন্য ন্যায় বিচার" নামে একটি নতুন তথ্য পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়।

Post a Comment

0 Comments