IIW : নিজেস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কথায় বলে চিকিৎসক জীবন দান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে জীবন দানের পরিবর্তে জীবন নেওয়ার অভিযোগ উঠল ৩ চিকিৎসকের নামে। জানা গেছে, ৩ চিকিৎসকের বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অনন্ত শুক্ল বৈদ্য (৫৫)। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানা রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ৩০ জুন রাতে ধর্মনগর থানা রোড এলাকায় অনন্ত শুক্ল বৈদ্য (৫৫) নামে এক ব্যাক্তিকে একটি দ্রুত গামী গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে অনন্ত বাবু মাটিতে পরে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অনন্ত বাবুকে নিয়ে যাওয়ার পর তার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর হাসপাতালের চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। তারপর অনন্ত শুক্ল বৈদ্যকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। অপরদিকে তার মর্মান্তিক মৃত্যুর পর ধর্মনগর থানায় ২৭৯/৩০৪ (এ) ধারায় অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত তিন চিকিৎসক হল ডাঃ কর্ণজিত দেবরায়, ডাঃ কল্লোল বিশ্বাস এবং ডাঃ উৎপলেন্দু দেবনাথ। জানা গেছে মামলার পরপরই পলাতক অভিযুক্ত এই তিন চিকিৎসক।
0 Comments