IIW : নিজেস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল দুই হাজার ক্ষমতাসম্পন্ন বাগবাসা স্থিত সরকারি মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ। হঠাৎ বিকট শব্দে কোল্ডস্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের পাইপলাইন ফেটে যায়। খবর দেওয়া হয় বাগবাসা পুলিশ ফাঁড়িকে এবং ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরকে। চার ঘণ্টা লড়াইয়ের পর অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইন বন্ধ করতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের এবং সরকারি কোল্ড স্টোরেজের পাম্প অপারেটর দের কাছে কোনো কিছুই নেই যা দিয়ে অ্যামোনিয়া গ্যাস বন্ধ করা যায়। আশপাশ এলাকায় গ্যাসের কারণে মরে যায় অনেক গাছপালা। এই দুই হাজার ক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের ইনচার্জ আর কে প্রসেনজিৎ সিনহা কে প্রশ্ন করা হলে তিনি দায়সারাভাবে জানিয়ে দেন এটা এমন কোন কিছু মারাত্মক ঘটনা নয়।
0 Comments