IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবের উপস্থিত ছিলেন এসডিএম এল ডারলং, সি ও বিএসএফ ভবেশ কুমার, ডিসি দিপঙ্কর দাস, এসডিপিও অভিজিৎ দাস, জেলা ডিজেষ্টার অফিসার উদয় রিয়াং সহ প্রমুখরা। সমস্ত মহকুমা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর পক্ষ থেকে টিএসআর প্রশিক্ষক জয়দ্বিপ নাথ গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের উপস্থিতি ছিল লক্ষনীয়। অনুষ্ঠান শেষে আধিকারিক বৃন্দের মত বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এসডিএম মহাশয়া।
0 Comments