দামছড়া বাজার কমিটির তালা বন্ধ অফিস ঘর থেকে মৃতদেহ উদ্ধার।


IIW : নিজস্ব প্রতিনিধি, আশীষ তালুকদার, দামছড়া :- আজ বেলা আনুমানিক দুইটা তিরিশ মিনিট নাগাদ দামছড়া বাজার শেডের উপর তলায় বাজার কমিটির বন্দ্ধ অফিস গৃহে এক  অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। অনুমান করা হচ্ছে মৃত দেহটি এখানে দীর্ঘ চার পাঁচ দিন থেকে রয়েছে। কারন দেহটি পঁচে গিয়ে দুর্গন্দ্ধ ছড়িয়ে পড়েছে। আজ ছিল দামছড়ায় সাপ্তাহিক বাজারবার। বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা দুর্গন্দ্ধের কারনে বাজার করতে পারছিলেন না, তখন ব্যবসায়ীরা মিলে দুর্গন্দ্ধের উৎসের কারন খুজতে গিয়ে দেখতে পান যে বাজার কমিটির বন্দ্ধ অফিস ঘর থেকে দুর্গন্দ্ধ ছড়াচ্ছে। তখন লোকজন দরজার ফাক দিয়ে উকি দিতেই দেখা যায় যে একটি লাশ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে দামছড়া থানায় খবর দিলে পুলিশ ও পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশ ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি। ফরেন্সিক টিম আসবার পর লাশটিকে মর্গে নেওয়া হবে।

Post a Comment

0 Comments