IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর মহাকুমার অধীনে মনুভ্যালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক বাগান শ্রমিকের মেয়েকে ধর্ষণ করে এই এলাকারই যুবক বিশ্বজিৎ বাউরী। ধর্ষিতা মেয়েটি কৈলাসহর মহিলা থানায় আজ সকালে লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা থানার পুলিশ আজ দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিকেল চারটার সময় তাকে কৈলাশহর কোর্টে তোলে। মামলার নাম্বারটি হল কে.এল.এস/ ডব্লিউ.পি.এস/ ২০/ ২০১৯। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি তিন মাসের গর্ভবতী। ধর্ষিতা মেয়েটি এবং অভিযুক্ত দুজনেরই বয়স আঠারো বছর। তবে এখনো পুলিশের কোন আধিকারিক এ ব্যাপারে মুখ খুলেননি। পুলিশ ধৃত বিশ্বজিৎকে কোর্টে নিয়ে যাবার সময়, বিশ্বজিৎ মিডিয়ার প্রতিনিধিদের সামনে বলেন, আমি মেয়েটিকে চিনি এবং তাদের বাড়িতে আমি সব সময় যেতাম। মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক থাকলেও কোনো খারাপ কাজ আমি করিনি। তবু যেহেতু মেয়েটি আমার নামে এই অভিযোগ করেছে সেহেতু আমি মেয়েটিকে বিয়ে করতে রাজি আছি। এদিকে ধর্ষিতা মেয়েটির কিংবা ধর্ষিতার বাড়ির কারোর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।
0 Comments